বিএনপির কর্মী-সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হতাশ হবেন না, হতাশার কথা শুনতে চাই না।’
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটির উদ্যোগে ‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক প্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার সম্পাদিত গ্রন্থটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর লেখা।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। প্রতিটি রাজনৈতিক সংকটের মুহূর্তে বিএনপি উঠে দাঁড়িয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের জনগণের দল। এটা সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, ‘এই দলকে বার বার ভেঙে ফেলার, নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। এবারও খালেদা জিয়াকে কারাগারে রেখে দলকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত করা হয়েছিল। এটা সম্ভব হবে না, হতে পারে না। কারণ খালেদা জিয়ার রাজনীতি হলো এদেশের মানুষের রাজনীতি।’
খালেদা জিয়া জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনিই বিএনপির অনুপ্রেরণা– একথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার নেতৃত্বেই গণতন্ত্রকে মুক্ত করা হবে। তিনি এখন হুইল চেয়ার ছাড়া হাঁটতেও পারেন না। তিনি চেয়ারে ঠিকমতো বসতে পারেন না। বিছানা থেকে ওঠার জন্য তাকে সাহায্য করতে হয়। তারপরও এতোটুকু মনোবল হারাননি তিনি। এই মনোবল বিএনপির নেতাকর্মীদের মাঝে সঞ্চারিত করতে হবে। সেই সঞ্চারণের মধ্য দিয়ে গণতন্ত্রকে ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বক্তব্য দেন।
শিক্ষাবিদ অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, কৃষিবিদ জিকে মোস্তাফিজুর রহমান, বিএনপির শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, গৌতম চক্রবর্তী, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, শফিউল বারী বাবু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।