ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা ও আয়কর রিটার্নে থাকা গরমিল নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ে তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম।
এ সময় তিনি বলেন, আমার দাখিলকৃত আয়কর রিটার্নে একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। যেখানে আমার উকিল ৯ লাখ টাকার ঘরে ২৮ লাখ টাকা লেখেন। যেটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং আইনগতভাবে তা সংশোধনের সুযোগ রয়েছে। যদি তেমনটি হতো তবে বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করতেন না। সেখানে আমার সঙ্গে আরও অনেক দলের প্রার্থী ছিলেন তারাও সেটি মেনে নিতেন না।
সারজিস অভিযোগ করে বলেন, তার সমর্থকদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে বিএনপির লোকজনের বিরুদ্ধে তার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
এ সময় বিগত সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পালাতে সাহায্য করার হাস্যকর অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিদের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় মীরজাহান ও ইলিয়াস হোসেন নামে দুই ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে দাবি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে হলফনামায় উল্লেখ থাকা ব্যবসার ধরন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, তিনি ক্ষুদ্র পরিসরে বিভিন্ন ধরনের পণ্য সাপ্লাই (সরবরাহ) করে থাকেন।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট, এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





