রাস্তায় হারিয়ে ফেলা ব্যাগভর্তি সাড়ে ১১ লাখ টাকা পাঁচ দিন পর ফিরে পেয়েছেন ঢাকার হাজারীবাগের একজন ব্যবসায়ী।
হারুণ অর রশিদ নামের ওই রাসায়নিক ব্যবসায়ীকে মঙ্গলবার এই টাকা বুঝিয়ে দিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ।
ওই থানার ওসি স ম কাউয়ুম জানান, হারুণ অর রশিদ বিভিন্ন ক্রেতার কাছে পাওনা টাকা একটি জুতার বাক্সে ঢুকিয়ে ব্যাগে রেখেছিলেন। গত বৃহস্পতিবার ব্যাগটি মোটরসাইকেলের পেছনে বেঁধে বাসার উদ্দেশে রওয়ানা দেন তিনি। রাতে বাসায় গিয়ে দেখেন মোটরসাইকেলে ব্যাগ নেই।
এদিকে ওই দিন সন্ধ্যা ৭টার পর রায়ের বাজার হাইস্কুলের সামনে একটি ব্যাগ কুড়িয়ে পান বই-খাতার দোকানি সেন্টু হোসেন। ব্যাগ খুলে জুতার বাক্সের ভেতর সাড়ে ১১ লাখ টাকা পান তিনি।
ওই দিনই হারুণ অর রশিদ হাজারীবাগ থানায় একটি জিডি করেন। আর সেন্টু পরিচিত একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে নিউ মার্কেট থানায় গিয়ে ওসির কাছে টাকার ব্যাগটি জমা দেন।
ওসি স ম কাউয়ুম বলেন, “সেন্টু হোসেনের কাছ থেকে টাকার ব্যাগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী থানা হেফাজতে রেখে প্রতিটি থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়।
“আমরা এক পর্যায়ে খবর পাই, হাজারীবাগ থানায় টাকা হারানোর বিষয়ে একজন জিডি করেছেন। পরে সেই জিডির সূত্র ধরে হারুণ অর রশিদ নামের ওই ব্যক্তিকে খবর দেওয়া হয়। পরে তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যায় টাকা তারই।”
দুপুরে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে হারুণ অর রশিদকে তার টাকা বুঝিয়ে দেওয়া হয়।