হারার পর বাসা থেকে বের হই না: বিসিবি সভাপতি

papon-161119

প্রশ্ন ছিল ইন্দোর টেস্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে। কিন্তু নাজমুল হাসান বললেন, টেস্ট শুরুর আগেই তার মন ভেঙে গেছে! টি-টোয়েন্টি সিরিজ হারার হতাশায় ঘর থেকেই নাকি বের হতে চান না বিসিবি প্রধান। পরে অবশ্য টেস্ট দল নিয়েও বোর্ডের পকিল্পনার কথা জানালেন তিনি।

Pin It