মধ্য আমেরিকার দেশ হুন্ডুরাসের একটি কারাগারে সন্ত্রাসীদের সহিংসতায় ১৮ বন্দি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর শহর তেলারে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশজুড়ে কারাগারগুলোতে যে সহিসংসতা ও বিশৃঙ্খলা চলছে শুক্রবারের ঘটনাটি এরই ধারাবাহিকতা। এটিই এখন হুন্ডুরাসের কারাগারে সবচেয়ে বড় খুনোখুনির ঘটনা।
সর্বশেষ গত বুধবার দেশের কারা ব্যবস্থায় জরুরি অবস্থা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হুন্ডুরাসের সরকার।
একজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে তারা এখনও তেলার কারগারের নিয়ন্ত্রণ নেননি। তবে শৃঙ্খলা ফেরাতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।