তাইওয়ানের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির সামরিক চিফ অব স্টাফ শেন ই-মিংসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাইওয়ানের উদ্ধার কর্মীরা তাদের অনুসন্ধানে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানান।
প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ শেন ই-মিংসহ ১৩ জনকে বহনকারী ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি তাইপেই নগরীর কাছে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। নতুন চন্দ্র বছরের প্রাক্কালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
সামরিক বাহিনী জানায়, এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ৬২ বছর বয়সী শেন ও অপর দুইজনকে উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।