হোম কোয়ারেন্টাইন অমান্য করায় প্রবাসীকে জরিমানা

image-139473-1584983242

কোয়ারেন্টাইনে (ভাইরাসের সংক্রমণ রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মানিকগঞ্জের ঘিওরে এক ভারত প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার ঘিওর সদর ইউনিয়নের জনতার মোড় এলাকার ব্লোজ্যাস ব্যানার্জীর ছেলে সুদর্শন ব্যানার্জী (৫৫)। ভারত থেকে গত ১৩ মার্চ বাড়ি ফেরেন তিনি। এছাড়া বিদেশ ফেরত প্রবাসী যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। যারা অমান্য করছে তাদেরকে অর্থদণ্ড দেয়া হচ্ছে। করোনা ভাইরাস সচেতনতায় মানুষজনকে পরামর্শ ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং এ যান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, করোনা ভাইরাস সচেতনতায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এছাড়া বিদেশ থেকে যারা আসছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে তার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর রাখা হচ্ছে। উপজেলায় সেই সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এনজিও সমূহের ঋণ উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

Pin It