১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

bd-pratidin-1-2019-08-29-08

১০ টাকা মূল্যে বহির্বিভাগ থেকে টিকিট কেটে চিকিৎসাসেবা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ৮টায় রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসা নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চোখের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার ফলোআপ করাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকা- সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। এর আগেও দুবার নিজে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ১৯ এপ্রিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখান শেখ হাসিনা। এ ছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন তিনি।

Pin It