১০ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে নিউ জিল্যান্ড দল

b11c26e2b74dc219d0973f600e54dcb7b9144f671fa81862

কিউইদের তিন বহরের দুটি মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে।

বিশ্বকাপ অভিযান শেষ করে এবার সাদা পোশাকের লড়াইয়ের জন্য বাংলাদেশে এলো নিউ জিল্যান্ড দল। প্রায় ১০ বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে তারা।

কিউইদের তিন বহরের দুটি মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। বাকিদের বুধবার রাতে আসার কথা রয়েছে।

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, রাত ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে নিউ জিল্যান্ড থেকে এসেছেন ৩ জন। পরে দুবাই থেকে রাত ১১টায় এসেছেন আরও ১৪ জন।

রাতে ঢাকায়ই থাকবেন দুই দফায় আসা ১৭ জন। বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাওয়ার কথা তাদের। সফরকারীদের আগেই ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ দল।

২০১৩ সালে সবশেষ বাংলাদেশে টেস্ট খেলে গেছে নিউ জিল্যান্ড। এরপর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ ও গত সেপ্টেম্বরে ওয়ানডে খেলতে এসেছিল তারা।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

Pin It