আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক কারণে ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।
তিনি বলেন, রাজনৈতিক জোট যদি বিরোধীদলের ভূমিকা পালন করে, গঠনমূলক আলোচনা করে তা সরকারের জন্য ভালো, তাদের জন্যও ভালো।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। খবর ইউএনবির
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, মহাজোট নামে যে ঐক্য তা নির্বাচনী আর ১৪ দলের সাথে আমাদের যে সম্পর্ক তা রাজনৈতিক। রাজনৈতিক জোট থাকবে, তা আমরা ভেঙে দেইনি। জোট ও মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ, ভাঙন বা টানাপোড়েন নেই। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বিএনপিকে বেপরোয়া গাড়িচালকের সাথে তুলনা করে কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগ বিশাল জয় অর্জনের সাথে দেশ ও মানুষের প্রতি বিশাল দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।