১৫ অক্টোবর থেকে ভারতে পর্যটক প্রবেশের অনুমতি

istock_124688183.6413f134331.original

করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনা করে আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত সরকার।

আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে গ্রুপ ট্যুরিজমের ক্ষেত্রে চার্টার্ড ফ্লাইটে ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকদের ই-ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়া, ব্যক্তিগতভাবে ভ্রমণকারীরা জলপথে এবং এয়ার বাবল চুক্তির আওতায় কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় অনুমোদিত যে কোনো নির্ধারিত বা অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ১৫ নভেম্বর থেকে ভারতে প্রবেশ করতে পারবেন।

তবে, বিদেশি পর্যটকদের কোনো অবস্থাতেই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, ৬ অক্টোবর থেকে ই-ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসা পাওয়া পর্যটকরাই নিষেধাজ্ঞা শিথিলের আওতায় পড়বেন। এর আগে পাওয়া ভিসাগুলো স্থগিত থাকবে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন ও বিদেশে ইন্ডিয়ান মিশনগুলো ৩০ দিনের জন্য ভারতে একবার প্রবেশের জন্য পর্যটকদের ই-ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসা দিতে পারবে।

তবে, ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোয়ারেন্টিন ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Pin It