১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হওয়া উচিত: হাইকোর্ট

high-Court-5de60b0b3fe0e

আগামী ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’কে ব্যবহার করা উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি এ এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রুলের শুনানিতে এই অভিমত দেন।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।

রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান কেন ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চান হাইকোর্ট।

ওই রুলের ওপর শুনানিতে মঙ্গলবার হাইকোর্ট অভিমত দেন, ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শফিক আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ূন, কে এম আমিন উদ্দিন প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

Pin It