১৭০ কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বিএনপি: তাপস

Taposh-samakal-samakal-সমকাল-5e330621024b5

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেছেন, নির্বাচনে জিততে পারবে না জেনে ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে বিএনপি। তারা ১৭০ কেন্দ্র দখল করতে চায়। তবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে নৌকা প্রতীকের জয় হবেই।

নির্বাচনী প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তাপস। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা। এখান থেকে তারা আর কে মিশন রোড, গোপীবাগ, কমলাপুর, রাজারবাগ, ধানমন্ডি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। প্রচার চালান। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অলিতে-গলিতে গণসংযোগ করেন তাপস। এ সময় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সকালে শেখ ফজলে নূর তাপসের বাসায় যান। ব্রাদার্স ইউনিয়নের সামনের প্রচারের সময় তাপস বলেন, খবর পাওয়া গেছে বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নির্বাচন কমিশনের প্রতি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নৌকা বিপুল ভোটে জয়ী হবে।

আওয়ামী লীগ মনোনীত দক্ষিণের এই মেয়র প্রার্থী বলেন, উন্নয়নের রূপরেখা আমরা প্রকাশ করেছি। ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছেন। সবার স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। উন্নত ঢাকা গড়ার জন্য আমাদের যে নবযাত্রা তার প্রতি আস্থা রেখে ১ ফেব্রুয়ারি নৌকা মার্কায় সবাই ভোট দেবেন।

তাপস বলেন, ঢাকাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। সেই ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ার এটাই সুযোগ। দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে একজন দক্ষ, যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচন করার আহ্বান জানান তিনি। তাপস আরও বলেন, সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়ে উপলব্ধি হয়েছে ঢাকাকে উন্নত শহর হিসেবে গড়ে তুলতে না পারলে সব অর্জনই ম্লান হয়ে যাবে। সেই তাগিদ থেকেই তিনি মনোনয়ন চেয়েছিলেন। দল তার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। তার বিশ্বাস সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করলে আগামী তিন বছরের মধ্যে নগরবাসী উন্নতির দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়ে ডিএসসিসির এই মেয়র প্রার্থী বলেন, তিনি শঙ্কিত কারণ, তাদের কাউন্সিলরের গণসংযোগে প্রতিপক্ষ মেয়র প্রার্থী নিজে আক্রমণ করেছেন। বিএনপি প্রার্থীর ব্যক্তিগত সহকারী অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, ঢাকাবাসীকে এসব সন্ত্রাসীর হাত থেকে পরিত্রাণ দিন।

Pin It