১৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রাশিফল

Screenshot 2025-01-12 041153

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আত্মীয়রা কিছু উত্তেজনার সৃষ্টি করতে পারে। আয়ত্ত করতে মাথা ঠাণ্ডা রাখুন। পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে হালকা ও আনন্দায়ক মেজাজে রাখবে। পুরানো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে। সপ্তাহের মাঝদিকে গোলাপ আরও লাল হবে আর বেগুনি হবে নীল। কারণ ভালোবাসার আশা একটি উচ্চ আসন প্রদান করবে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। সপ্তাহের শেষদিকে এটাই আপনার উপলব্ধি করার প্রকৃত সময় যে, দুশ্চিন্তা- চিন্তাশক্তির প্রতিদ্বন্দ্বী হচ্ছে। গোপন শক্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে চেষ্টা করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আর্থিক সঙ্কট নতুন প্রকল্পের জন্য ধীর গতি আনবে। প্রচেষ্টা আপনাকে বেশি বাধা ছাড়াই এটি শুরু করতে সক্ষম করাবে। মন লক্ষ্যে ভরে উঠতে পারে। তবে বেশি প্রচেষ্টা ছাড়াই এটিতে পৌঁছানো আপাতত কঠিন। সপ্তাহের মাঝদিকে পরিবার ও সমাজে অনুপ্রেরণার উৎস হতে পারেন। পরিবারের কাছ থেকে বর্ধিত সহযোগিতা দেখা যায়। আর পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের শেষদিকে আকাশ আরও উজ্জ্বল হবে। ফুল আরও রঙিন মনে হবে। চারপাশে সব চকচক করবে। কারণ আপনি প্রেমে পড়ে গেছেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে লোকেরা আপনার সৌন্দর্য আর পরিধানের পোশাকের জন্য প্রশংসা করবে। অন্যরা আপনাকে দেখে প্রভাবিত হবে। চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আর্থিকভাবে লাভবান করবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর কাছ থেকে মানসিক ‘ব্ল্যাকমেইল’ এড়িয়ে চলুন। আবেগগুলোতে স্থির থাকতে হবে। আত্মীয়রা কিছু সমস্যা নিয়ে আসতে পারে। সপ্তাহের শেষদিকে যে ফাঁকা সময়টা পাবেন তার লাভ নিন আর পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসার মুহূর্তগুলো কাটান। সমস্যা আয়ত্ত করতে বন্ধুর সহায়তা নিন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কেবল মাত্র জরুরি জিনিসই কিনুন। বিতর্ক ও অফিস রাজনীতি সব কিছুতেই শাসন করবেন। সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। সপ্তাহের মাঝদিকে উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। রিয়েল এস্টেট বিনিয়োগ লাভজনক হবে। প্রচেষ্টা আকস্মিক আর্থিক লাভ দেবে। সপ্তাহের শেষদিকে প্রতিবেশীদের সাহায্য করুন। ভালো কাজের জন্য প্রশংসা করবে। আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শূরুতে সৃষ্টিশীল ব্যক্তিদের সাফল্যের সময়। তাই তারা দীর্ঘ প্রতিক্ষিত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবেন। দুশ্চিন্তার ভাবনাগুলো আপনার খুশিকে নষ্ট করতে পারে। খরচের ব্যাপারে এগিয়ে যাবেন না। তাহলে খালি পকেটে বাড়ি ফিরতে হবে। সপ্তাহের মাঝদিকে প্রবল সহনশীলতা ও নির্ভিকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। সপ্তাহের শেষদিকে যদি সময়কে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে ফ্রি সময়টির সুযোগ নিয়ে প্রচুর আর্থিক উপার্জন করতে পারেন। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। সঙ্গীর রোমান্টিক দিকের চরমমাত্রা প্রদর্শিত হবে। সপ্তাহের মাঝদিকে যদিও আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াতে প্রকল্পগুলো কার্য নির্বাহে বাধার সৃষ্টি করবে। সপ্তাহের শেষদিকে অসাধারণ মেধা অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। আর শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আকস্মিক ভ্রমণ ইতিবাচক ফল প্রদান করবে। অনুকূল সময়, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। সপ্তাহের মাঝদিকে কোনো সামজিক কারণে সেচ্ছাসেবক কাউকে সাহায্য করার আপনাকে আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে। দান করার মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। সপ্তাহের শেষদিকে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে সঠিক দিশা দিন। বিলাসীতায় বাজে খরচ করবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে একটি অগ্রগতি দেখতে পাবেন। এটি হল পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। সপ্তাহের শেষদিকে শৈশবে ফিরে যাবেন। আর সেইসব নিষ্পাপ মজাগুলো স্মরণ করে আবার করুন। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন। তবে সত্যিই যদি আবেগপ্রবণ হয়ে থাকেন সুন্দর ঘটনা উপরিভাগে আসতে থাকবে। সাবধানে চলাফেরা করুন। আঘাতের সম্ভাবনা আছে। সপ্তাহের মাঝদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। সফর ও ভ্রমণ আনন্দ আনবে। অত্যন্ত শিক্ষামূলক হবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে কেউ আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সেটার দিকে সজাগ দৃষ্টি দিন। সাফল্য ও স্বীকৃতি আপনার হবে যদি নিজেকে কাজেই কেন্দ্রীভূত করে রাখেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কোনো অপ্রিতীকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহীত জীবন আগে এত রঙিন ছিল না। জানতে পারবেন কেন বিয়ে স্বর্গে তৈরি হয়! সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভীড় বাসে ওঠার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হন। ঘনিষ্ট সহকারীদের সঙ্গে কোনো বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সপ্তাহের শেষদিকে পড়াশুনার পরিবর্তে বাইরের কাজকর্মে অধিক জড়িত থাকার জন্য অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আবেগ প্রবণতা সামলে রাখুন। না হল প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। সময়ের সাথে সব কিছুই পাল্টায়। আপনার প্রেমের জীবনও পাল্টাবে। চারপাশের লোকের মাধ্যমে সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার যথেষ্ঠ সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে স্বামী/ স্ত্রী/ সঙ্গী বিছানায় আহত হতে পারেন। তাই দুজনের প্রতি কোমল হন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। সপ্তাহের শেষদিকে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সমস্যায় ফেরতে পারে। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে উচিত হবে জমি ভূ-সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়। তবে এ সময় আপনার ইন্দ্রিয় ভালোবাসার সীমা অতিক্রম করে ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে। সপ্তাহের মাঝদিকে গোপন শক্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যস্ত থাকবে। ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করাতে পারে। সপ্তাহের শেষদিকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ করতে পারবেন। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে শক্রুও বাড়তে পারে।

Pin It