১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি

image-151990-1589564173

নানা নাটকীয়তার পর অবশেষে নিলাম সম্পন্ন হল মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটির। ১৬ লাখ ৮০ হাজার টাকায় ব্যাটটি কিনলেন সাবেক পাকিস্তানি অল-রাউন্ডার শহীদ আফ্রিদি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে পাকিস্তানের নানা প্রান্তে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন। ২০ হাজার ডলার দিয়ে এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই।

শুক্রবার রাতে ব্যাট নিলামে বিক্রি হওয়ার পর মুশফিক বলেছেন, ‘আমি অনেক আগে থেকেই আফ্রিদির অনেক বড় ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের ভালো স্মৃতি আছে অনেক। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন। এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত।

মুশফিক আরও বলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মানুষের জন্য কাজে লাগানো যায়। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি, সামর্থ্যবান সবাই মানুষের পাশে দাঁড়াবেন।’

Pin It