দেশের সব প্রবীণ নাগরিককে ২০২৫ সালের মধ্যে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
মঙ্গলবার জাতীয় সংসদে এ সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির
আওয়ামী লীগের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির (সাতক্ষীরা-২) লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ২০২৫ সালের মধ্যে ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা সব পুরুষ এবং ৬২ বছরের ঊর্ধ্বের সব নারীকে ভাতা দেয়ার পরিকল্পনা আছে সরকারের।
মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বয়স্ক ভাতা কর্মসূচির উপকারভোগীদের সংখ্যা প্রতি বছর ১০ শতাংশ করে বাড়ছে। ২০১৯-২০ সালে দেশের ৪৪ লাখ মানুষ বয়স্ক ভাতা পাচ্ছেন।