রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৪৬০ জনেরও বেশি সেনা সদস্য হারিয়েছে।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৪৬০ জনের বেশি সেনা, চারটি ট্যাংক, চারটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, একটি সাঁজোয়া কর্মী পরিবহন যান, ৯টি সাঁজোয়া যুদ্ধ যান, ৫৭টি যানবাহন, পাঁচটি আর্টিলারি সিস্টেম, একটি মর্টার, একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন, একটি সাঁজোয়া পুনরুদ্ধার যান, চারটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি গোলাবারুদ ডিপো হারিয়েছে।
এ নিয়ে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন মোট ৫৩,৩৩০ জনের বেশি সেনা এবং ৩০৮টি সামরিক যান হারিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন আরেকটি বিবৃতিতে জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা দুটি সম্প্রদায়কে মুক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, সক্রিয় যুদ্ধ অভিযানের ফলে ব্যাটলগ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো লুগানস্ক গণপ্রজাতন্ত্রের নভোয়েগোরোভকা বসতি মুক্ত করেছে। অন্যদিকে ব্যাটলগ্রুপ সেন্টারের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের শেভচেঙ্কোর বসতি মুক্ত করেছে। সূত্র: তাস