২৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রাশিফল

091817e-2-2001070527

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণে রাখুন আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। স্বামী/ স্ত্রী- একে অপরের দেবদূত, নিজেই পর্যবেক্ষণ করুন, প্রমাণ পাবেন। সপ্তাহের মাঝদিকে অণৈতিক ক্রিয়া কলাপের সাথে জড়াবেন না। যা অনেক সমস্যা বাড়াবে। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। সপ্তাহের শেষদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ। প্রেম সব সময়েই গভীর ভাবপূর্ণ আর এ সময়ে এই অভিজ্ঞতা লাভ করবেন। স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা করবেন না। কিছু অসুবিধার সামনা সামনি হতে পারেন, সতর্ক থাকুন। সপ্তাহের মাঝদিকে নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য সময়টি শুভ। বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলো অবিশ্বাস্য। সপ্তাহের শেষদিকে নিজেকে কঠোর চাপ দেবেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়োজন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই তাদের সাথে সময় উপভোগ করতে পারেন। ভালোবাসার গান তাদের মাধ্যমে শুনতে পারেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে। এ সময় এই গান শুনতে পারেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। সপ্তাহের মাঝদিকে এ সময় চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন। খাওয়া ও পান করার ব্যাপারে সতর্ক হোন। সপ্তাহের শেষদিকে ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে শক্রুও বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর হৃদয়ে কোনো না কোনো অনুভূতি জাগতে পারে। পারিবারিক বিরোধ যতই হোক ভুলবেন না আপনারা পরস্পর পরস্পরকে ভালোবাসেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কাছের কোনো আত্মীয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন। উদ্দেশ্য সঠিকভাবে না বুঝার জন্য বাবা-মা আপনাকে ভুল বুঝতে পারে। অতিরিক্ত টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার উচ্ছাস উপভোগ করুন। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার উদ্দেশ্য প্রদান করবে। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে এ সময় কাটানো অসুবিধা হবে। সপ্তাহের শেষদিকে দুশ্চিন্তার ভাবনাগুলো আপনার খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না। কারণ এটি শুধুমাত্র ধ্বংসাত্মক ক্ষমতাকে মেনে চলে ও বুদ্ধিতে হতাশার বীজ বপন করে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জাড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। চিন্তা ভাবনা করে অগ্রসর হন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে বাড়ির সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়া দরকার। পরিবারের জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। সপ্তাহের শেষদিকে ভালোবাসার সঙ্গীর সঙ্গে প্রেমের সমুদ্র মন্থন করবেন। প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। ভালোবাসায় বাস্তববাদী হতে চেষ্টা করুন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে পরিশ্রমের মাধ্যমে অসম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হতে পারেন। ক্রমাগত ইতিবাচক কাজকর্ম ও চিন্তা পুরস্কৃত হতে পারে। অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ এই সময়কে উজ্জ্বলতর করতে পারে। সপ্তাহের মাঝদিকে সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। সপ্তাহের শেষদিকে টিভিতে সিনেমা দেখা ও কাছের প্রিয়জনের সঙ্গে গল্প করার চাইতে ভালো জিনিস আর কি হতে পারে। যদি কিছুটা চেষ্টা করেন তবে এ সময়ের মতো ক্ষমতা শক্তি বেশি থাকবে। কারণ প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কারও কোনো কাজের দায়িত্ব নেবেন না। বদনাম হতে পারে। আয় অপেক্ষা ব্যয়ের চাপ বৃদ্ধি ও পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য কোনো প্রতিযোগিতায় জয় পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক দিক থেকে সময়টি শুভ হওয়ার কারণে সঞ্চয় যোগ প্রবল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষদিকে ভ্রমণে আনন্দ পেতে পারেন। কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে। ভ্রাতা ও ভগ্নীর বিয়ের যোগাযোগ আসতে পারে। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে সফল হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন। সময়টি চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। সপ্তাহের মাঝদিকে উৎসাহ বৃদ্ধির ফলে কাজকর্মে সাফল্য পেতে পারেন। বিশেষ করে সরকারী কোনো কাজ সুষ্ঠুভাবে পালন করে সুনাম পেতে পারেন। সপ্তাহের শেষদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে। ওষুধপত্র ও রাসায়নিক দ্রব্যাদির ব্যবসায়ীদের লাভ হবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে বহু দিনের কোনো প্রচেষ্টা এ সময় সফল বাস্তবায়ন হতে পারে। ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণে পেতে পারেন। ফোন কল দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। সপ্তাহের মাঝদিকে ব্যয় বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। নিজের ভুলের জন্য কাজ কর্মের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষদিকে অতীত উদ্যোগুলো থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সাথে এগিয়ে চলুন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ধর্মকর্মে আকর্ষণ বৃদ্ধি। দূর ভ্রমণে শুভ যোগাযোগ ঘটতে পারে। উচ্চ শিক্ষা গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে একসাথে বিবিধ দায়িত্ব পালনে সফল হওয়ার কারণে পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে মেইলবক্সে আমন্ত্রণে পূর্ণ থাকবে আর আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। উৎসাহময় সময় যেহেতু ভালোবাসার কাছ থেকে ডাক পাবেন। সপ্তাহের শেষদিকে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে যতটা সম্ভব কম খরচ করুন। শুধু মাত্র সেই জিনিসগুলো কিনুন যা খুব প্রয়োজনীয়। অন্যথায় ভবিষ্যতে বিরূপ ফল ভোগ করতে হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অনেক সমস্যার মুখোমুখি হওয়ার কারণে আতঙ্কিত বোধ করতে পারেন। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে সমাধানের; জয় হবেই। পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসতে পারেন। বৈদেশিক বাণিজ্যে কারও শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের মাঝদিকে জ্যেষ্ঠরা বা সহকর্মীরা কতটা জ্বালাতন করবে সেটা ব্যাপার নয়, আপনাকে ধৈর্য্যশীল হতে হবে। কর্মক্ষেত্রে বহুদিনের কোনো প্রচেষ্টা সফল বাস্তবায়ন হতে পারে। সপ্তাহের শেষদিকে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় ও অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। ফেলে রাখা কাজের পরও প্রেম ও সামাজিকতা মনে প্রভাব বিস্তার করতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় উন্নতি হবে। কোনো সমস্যা থাকলে জীবন সঙ্গীর সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। কারও সঙ্গে বিবাদের কারণে নেতিবাচক চিন্তাভাবনা বাড়বে। মেজাজ খিটখিটে থাকবে। কোনো কাজ ক্ষতি হতে পারে। সপ্তাহের মাঝদিকে কেউ কেউ দূরের যাত্রায় উদ্যোগী হবেন। যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। তাড়াহুড়ায় সমস্যা সমাধান পাবেন না। সফর ও ভ্রমণ আনন্দ আনবে যা অত্যন্ত শিক্ষামূলক হবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তি সময় ব্যয় করলে ধরা পড়ে যেতে পারেন। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে অভিনন্দন জানাবে। বিপরীত লিঙ্গের কেউ প্রেম নিবেদন করার যথেষ্ট সম্ভাবনা।

Pin It