২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

image-198831-1605349080

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে খেলা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এ টুর্নামেন্ট উপলক্ষে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকা দলে মুশফিকুর রহিম, গাজী গ্রুপ চট্টগ্রামে মুস্তাফিজুর রহমান, মিনিস্টার গ্রুপ রাজশাহীতে সাইফউদ্দিন, জেমকন খুলনায় সাকিব আল হাসান ও ফরচুন বরিশালে তামিম ইকবালকে নিয়ে দল গঠন করা হয়েছে।

ড্রাফটে পাঁচ দলের পাঁচ হেড কোচকে খেলোয়াড় বাছাইয়ের মূল দায়িত্ব পালন করতে হয়েছে। বেক্সিমকো ঢাকার খালেদ মাহমুদ, গাজী গ্রুপ চট্টগ্রামের মোহাম্মদ সালাউদ্দিন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর সারোয়ার ইমরান, জেমকন খুলনার মিজানুর রহমান বাবুল ও ফরচুন বরিশালের সোহেল ইসলাম।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দীপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোঃ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নিহাদুল ইসলাম, সৈকত আলী, মমিনুল হক, রকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বী, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বী, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

Pin It