ভালোবাসা থেকে পতাকার ফেরিওয়ালা সরোয়ার খলিফা। ২৪ বছর ধরে পতাকা নিজের হাতে তৈরি করেন সরোয়ার। এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেন।
গায়ে পতাকায় মোড়ানো শার্ট পড়ে, মাথায় লাল সবুজের পতাকা টুপির মত পেঁচিয়ে, কাঁধে ছোট, বড় মাঝারি ধরনের পতাকা নিয়ে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান তিনি।
সরোয়ার জানান, দেশের প্রতি ভালোবাস থেকেই একাজটি করেন।
চলছে বিজয়ের মাস, তাই দেখা সরোয়ারকে পতাকা নিয়ে দেখা গেল সংসদ ভবন এলাকায়।
সংসদ ভবনের সামনে কয়েকজন পথচারী পতাকা দেখছেন।