জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ইতিবাচক মনোভাবের সঙ্গে ভেতরের মূল্যবোধগুলো মিলিত হয়ে কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারবেন। ভেতরের মূল্যবোধগুলো সন্তুষ্টি দেবে। ইতিবাচক মনোভাবগুলো সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। সপ্তাহের মাঝদিকে যদি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন তবে বন্ধু ও পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন্ আর সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের শেষদিকে আজকের জন্যই বাঁচার প্রবণতা ও বিনোদনের খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন। আর্থিক চিন্তা গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করেব।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। তাই ব্যবসায়ীদের জন্য ভালো সময়। উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার ও গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে। সপ্তাহের মাঝদিকে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন। সাফল্য অর্জনের জন্য আপনার একাগ্রতা বাজায় রাখতে হবে। আর কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের শেষদিকে অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা আর সেটিকে স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। এমন পরিকল্পনা করুন যা অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে শারীরিক মানসিক কিছু সমস্যা দেখা যেতে পারে। সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। খুব আবেগ প্রবণ হবেন, তাই আঘাত পেতে পারেন। এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। সপ্তাহের মাঝদিকে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে একটি কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে। কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আর ব্যবস্ততম সময় কাটাতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে মনের কথা বলতে ভয় পাবেন না। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে সত্যিই চমৎকার দেখাচ্ছে। ব্যবসায়ীক অংশীদাররা সহায়ক আচরণ করবে ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য একসঙ্গে কাজ করবেন। সপ্তাহের মাঝদিকে ভাগ্যের ওপর নির্ভর করবেন না আর স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না। এখনই শরীরচর্চা শুরু করে দিন। সপ্তাহের শেষদিকে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয়স্থান পরিদর্শন করাতে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। অন্যথায় ক্লান্তি হতাশা সৃষ্টি করবে। যোগ ব্যায়াম ও ধ্যান মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছাস উপভোগ করুন। মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মসলার উপস্থিতি লক্ষ করতে পারবেন। সপ্তাহের শেষদিকে সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা আছে। রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গীর সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন আর প্রেমের উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবেন। প্রেমের সঙ্গীর সঙ্গে প্রেমের সেরা সময় হতে পারে। এটা প্রেমের সৌভাগ্যের সময়। সপ্তাহের মাঝদিকে মানসিক আশঙ্কা বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা ও উজ্জ্বল দিকটি দেখা- এটকে দূরে সরিয়ে রাখতে পারে। আর সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনেরাম স্মৃতির জন্য থেমে যেতে পারে। তাই একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুলবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কোনো কিছু চূড়ান্ত করতে পরিবারের সদস্যদের মতামত নিন। একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধ সৃষ্টি করুন। সপ্তাহের মাঝদিকে প্রেমমূলক কল্পনাকে স্বপ্নে দেখার প্রয়োজন নেই। সেগুলো সত্য হতে পারে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। সপ্তাহের শেষদিকে এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারেন, বা এমন তথ্য দিতে পারেন যা আপনার কিছু ক্ষতি করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে দেখতে আসা আত্মীয়রা, সময়টি দখল করে রাখভে। আপনার শিশুসুলভ স্বভাব জেগে উঠবে আর একটি কৌতুক পূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। পরিস্থিতি আয়ত্বে আনতে মাথা ঠাণ্ডা রাখুন। সপ্তাহের মাঝদিকে অফিসের চিন্তা বাড়িতে আনবেন না। এতে পারিবারিক সুখ নষ্ট হয়। এরচেয়ে অফিসেই কাজ সামলিয়ে পারিবারিক আনন্দ উপভোগ করুন। ছাদ বাগান শিথিলতার অনুভূতি দেবে। সপ্তাহের শেষদিকে চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করা যাবে। আর হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ স্বপ্নের প্রেমিক/ প্রেমিকার দেখা পাবেন। এ সময় রোমান্টিক স্পর্শতার অনুভব করবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ভালো ধারণায় পূর্ণ থাকবেন আর পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত অর্থনৈতিক লাভ এনে দেবে। কোনো দীর্ঘস্থায়ী লগ্মী এড়িয়ে চলুন। অর্থ সম্পর্কিত অনিশ্চয়তা উত্তেজনা সৃষ্টি করবে। সপ্তাহের মাঝদিকে একজন আত্মীয় একটি বিস্ময় প্রদান করতে পারেন, তবে সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিকতার পূর্বশর্ত। সপ্তাহের শেষদিকে উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে আপনার কখনই দেরি হয় না। নিজের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টি কাজে লাগাতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে শৈল্পিক ও সৃজনশল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়াবে। আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ সময়। সপ্তাহের মাঝদিকে পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। যখন নতুন লগ্মীর ব্যাপার আসে তখন সাবধান হোন। সপ্তাহের শেষদিকে মনের শান্তি গুরুত্বপূর্ণ। এটি উপভোগ করার জন্য কোনো পার্ক, নদী বা ধর্মীয় স্থানে যেতে পারেন। এরপরে খুব স্বচ্ছন্দ ও উদ্দীপনা বোধ করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ভ্রমণ ও অর্থব্যয় করার মেজাজে থাকবেন। তবে এটা করলে দুঃখিত হবেন। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের মাঝদিকে আরও কঠোর ভাবে চেষ্টা করুন, নিশ্চিতভাবেই সৌভাগ্যশীল হবেন। যেহেতু সময়টি অনুকূলে। আপনার জন্য নিছকই আনন্দ ও মজা, যেহেতু পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমেছেন। সপ্তাহের শেষের দিকে এসময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক ও যাদের অভিজ্ঞতা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যদি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তবে বন্ধু ও পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে অপব্যয়ী স্বাভাব পরিবারে সমালোচিত হবে। খরচের অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিগ্নিত করবে। কাউকে প্রভাবিত করতে বেশি খরচ করবেন না। সপ্তাহের শেষদিকে আপনার তারারা আপনাকে অসাধারণ ক্ষমতা দিতে পারে। তাই দীর্ঘ মেয়াদীয় লাভের জন্য তাৎপর্যপূর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। নিজে শক্তিতে পরিপূর্ণ থাকবেন। আর অসাধরণ কিছু করতে পারেন।





