জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সমস্ত সময়ে আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। জ্যেষ্ঠরা কাজের মানের জন্য মুগ্ধ হতে পারেন। সপ্তাহের মাঝদিকে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর কোমল সুগন্ধি ও উজ্জ্বল ফুলের মতো প্রস্ফূটিত হবে। সপ্তাহের শেষদিকে টাকা পয়সা লাভ প্রত্যাশা মাফিক হবে না। আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে, এটি এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে পদোন্নতি পেতে পারেন। ব্যাংকিংয়ের ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পাবেন। সপ্তাহের শেষদিকে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। পরিবারের সাথে কেনাকাটা করতে পারেন। প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্ট সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। সপ্তাহের মাঝদিকে শুধু মাত্র চারপাশে তাকান। সবকিছু গোলাপি হয়ে উঠবে, মনের কথা বলতে ভয় পাবেন না। সফর করা নতুন স্থান দেখানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। সপ্তাহের শেষদিকে কাজকর্মের ক্ষেত্রে প্রশংসা কুড়াবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। শারীরিক অন্তরঙ্গতা এ সময় সঙ্গীর সঙ্গে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। সপ্তাহের মাঝদিকে খেলাধুলা ও বাইরের কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। তবে দুর্ঘটনা, সামান্য কাটা বা আঘাত ও ক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষদিকে একটি প্রতিবেশী রাষ্ট্রের সংক্ষিপ্ত ভ্রমণে যাবেন। আর এটা আপনার পক্ষে উপকারী হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারেন যা কর্মজীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ‘ডেটে’ যাওয়ার কর্মসূচী ব্যর্থ হতে পারে। যে কারণে হতাশার সম্মুখীন হতে পারেন। মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। সপ্তাহের মাঝদিকে মানসিক স্বচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে একক প্রাধান্য প্রদান করবে। বিবাহিত জীবন এখনকার মতো আগে এত রঙিন ছিল না। সপ্তাহের শেষদিকে দুর্ঘটনার সম্ভাবনা। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। এ সময় দূরের জায়গা থেকে সুখবর আসতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। চারপাশ গোলাপি মনে হবে। ভালো খাবার, রোমান্টিক মুহূর্তের পূর্ভাভাস রয়েছে। সপ্তাহের মাঝদিকে বিষাদ ঝেড়ে ফেলে দিন, যা আপনাকে জড়িয়ে রেখেছে আর উন্নতিকে ব্যহত করছে। অহেতুক বিবাদ পরিবারে উত্তেজনা তৈরি করতে পারে। সপ্তাহের শেষদিকে খুশিতে ভরা একটি সময় যখন সঙ্গী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে। ব্যবসায়ে এসময় নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আবেগগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। এ সময়ে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সঙ্গীর ভালোবাসা ও আরামে স্বস্তি খুঁজে নিন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য এক সাথে কাজ করবেন। সপ্তাহের মাঝদিকে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। মনক্ষুণ্ন হবেন না, আকাস্মিক ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতার সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন। সপ্তাহের শেষদিকে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগযোগ বানাতে সাহায্য করবে। যারা কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন তারা আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করতে পারেন। কারও জন্য পদোন্নতির সুযোগ অত্যন্ত সম্ভাব্য।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে চাপমুক্ত থাকার চেষ্টা করুন। তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন। ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিকভাবে দূর্বল করতে পারে। সপ্তাহের মাঝদিকে বুঝবেন সঙ্গী সত্যি আপনার জন্য দেবদূত। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষদিকে সাবধানের চলাফেরা করুন। দেহে আঘাত লাগার সম্ভাবনা আছে। রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। ধর্মকর্মে আকর্ষণ বৃদ্ধি।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। মনের কথা বলতে ভয় পাবেন না। ভালো খাবার, রোমান্টিক মুহূর্ত সব কিছুর পূর্বাভাস রয়েছে। একই স্থানে দাঁড়িয়ে প্রম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। সপ্তাহের মাঝদিকে ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত করতে পারে। চিকিৎসা করানোর জন্য সময়টি ভোলো। মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তাগুলো ধ্বংস করে ফেলুন। সপ্তাহের শেষদিকে সঙ্গী আপনার সাথে লড়াই করতে পারে। কারণ আপনি তার সাথে কিছু ‘শেয়ার’ করতে ভুল করতে পারেন। তারপরও খুঁজে পাবেন সঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠেছে। জীবজন্তু দংশনের আশঙ্কা রয়েছে। নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ না করাই ভালো।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উচিত হবে ভূমি, সম্পত্তি, জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। অতিরিক্ত টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন। সপ্তাহের মাঝদিকে হৃদয় ও মনে প্রেম বিরাজ করতে পারে। আপনার ভালোবাসা প্রিয়জনের জন্য ফাগুনধারার মতো বয়ে যাবে। প্রেম অপিরিমিত সীমাহীন এই কথাগুলো উপলব্ধি করতে পারবেন। সপ্তাহের শেষদিকে অসুখী শরীর মানসিক অসুস্থতার কারণ হতে পারে। ঢাকা না দেওয়া খাবার খাবেন না। অসুস্থ হয়ে পড়বেন। দাম্পত্য সম্পর্ক উন্নত হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে নিকটজনের কোনো শুভ খবরে আনন্দিত হতে পারেন। কোনো ব্যবসায়ীক/ আইন কাগজপত্র ভালোভাবে না পড়ে সই করবেন না। যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। মাঝদিকে গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। কারও নতুন বাসা বা জমি কেনার সম্ভাবনা। বন্ধুরা এখন খুব সহায়ক। তবে এর জন্য দ্রুত ‘পেব্যাক’ বা অঙ্গভঙ্গির প্রয়োজন হতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেমের জীবন আশাপ্রদ হতে পারে। সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারেন। যাদের হাঁপানির সমস্যা আছে বা হৃদপিণ্ড দুর্বল তাদের বিশেষ কষ্ট হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে এটাই বিনিয়োগের সঠিক সময়। বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে অর্থনৈতিকভাবে নতুন লক্ষ্য এনে দেবে। সপ্তাহের মাঝদিকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। চিন্তা ভাবনা করে অগ্রসর হন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য অত্যন্ত শুভ সময়। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষদিকে এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন, যেখানে কখনও যাননি তবে সুন্দরভাবে সেটা গ্রহণ করুন। পরিবার আপনার সব প্রচেষ্টার জন্য পাশে থাকবে। মেধাবীদের পরীক্ষা বা চাকরি লাভের ওপর শুভ সংযোগ হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। বিশ্বের যত উচ্ছাস আবেগ আপনাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। ক্ষেত্র বিশেষ নতুন প্রেমের সম্ভাবনা উঁকি দিচ্ছে।