রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে যদি আপনি বিনম্র ও সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। সপ্তাহের মাঝদিকে বিতর্ক, মুখোমুখি সংঘর্ষ ও অন্যদের মাঝে অহেতুক দোষ খোজা পরিহার করুন। সপ্তাহের শেষদিকে ধর্ম কর্মে আকর্ষণ বাড়বে। দূর ভ্রমনের যোগাযোগ শুভ হতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্ক থাকা জরুরি। কোনো বিবাদে জড়াবেন না। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক লেনদেন শুভ। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ, স্বামী-স্ত্রীর মধ্যে সময়টা কাটবে সেরা। সপ্তাহের শেষদিকে বিশ্রামের একান্ত প্রয়োজন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। শিক্ষার্থীদের নতুন কোনো সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত হতে পারে। বুকের ব্যথায় ভুগতে পারেন। সপ্তাহের শেষদিকে বিবাহে ইচ্ছুক তরুণ তরুণীদের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জমি সংক্রান্ত সমস্যার উপর নজর দিন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য সময়টা শুভ। সপ্তাহের শেষদিকে শারীরিক অবস্থা খারাপ যেতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই -২২ অগাস্ট) সপ্তাহের শুরুটা যেকোনো চুক্তি সম্পাদনের জন্য শুভ সময়। ভাইবোনের বিয়ের সম্বন্ধ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে জমিজমার ব্যবসায় যারা জড়িত তারা অবিশ্বাস্য লাভবান হতে পারেন। সপ্তাহের শেষদিকে মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষা কিংবা চাকরির চেষ্টায় শুভফল আসতে পারে। প্রেমের জীবন আশাপ্রদ হতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা আদায় হবে, আদায়ের ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে দূরভ্রমনের ক্ষেত্রে জরুরি পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখুন, অন্যথায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে সময় কাটান, নিঃসঙ্গতা দূর হবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে উৎসাহ বৃদ্ধির প্রেক্ষিতে কাজে সাফল্য আসবে। রাজনীতিবিদরা নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে নতুন কোনো আর্থিক পরিকল্পনা করতে পারেন। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহের শেষদিকে নিকটজনের কোনো সুখবরে আনন্দিত হতে পারেন। মানসিক চঞ্চলতা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কোনো বিষয়ে বিরক্ত হতে পারেন যা মানসিক চাপের কারণ হবে। সাংসারিক চিন্তায় বিব্রতবোধ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে সময়টা আপনার অনুকূলে বলা যায়। অনলাইন অর্ডার সাপ্লাইয়ের কাজে নতুন অর্ডার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে আর্থিক দিক কোনো সুখবর পেতে পারেন। সঞ্চয়ের দিকে মনযোগ বাড়াতে হবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ধৈর্য্য সহকারে কাজ করলে সাফল্য অবশ্যই পাবেন। কেউ বিদেশযাত্রায় প্রবাসী কারও সহযোগিতা পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। নিজের ব্যক্তিগত কথা অন্যদের সামনে প্রকাশ করলে ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষদিকে আপনার ইতিবাচক কাজ ও চিন্তা পুরস্কৃত হতে পারে। আর্থিক উন্নতি যথেষ্ট।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। নিজের ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গলাভে গর্বিত হতে পারেন। সপ্তাহের শেষদিকে কারও কাজের সুবাদে বিদেশযাত্রা হতে পারে। আয়ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা মুশকিল হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভালো ফল হতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা সৃষ্টি হলেও সফলতা আসবে। সপ্তাহের শেষদিকে অনেক বন্ধুবান্ধবের সমারোহ, বন্ধুদের মধ্যে কেউ বিশ্বাসী হবে, কেউ হবে তার বিপরীত।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সাবধানে চলাফেরা করবেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে। নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের মাঝদিকে দূর থেকে কোনো ভাল সংবাদ পেতে পারেন। কারও দূর ভ্রমণে শুভ যোগাযোগ হতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।