করোনাভাইরাস ছড়িয়ে পড়া চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজের পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে সরকার। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর এক মাসে ৩৬২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছড়িয়েছে।
এর কোনো টিকা বা ভ্যাকসিন তৈরি না হওয়ায় ভাইরাসটি থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হলো, আক্রান্ত বা ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা, কিছু স্বাস্থ্য বিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা থাকা।
অন্যান্য দেশেও করোনাভাইরাস ছড়াতে থাকার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কয়েকটি দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিয়েছে ও নিচ্ছে।
এ পরিস্থিতিতে হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।
এরপর গত শনিবার ‘আকাশ প্রদীপ’ নামের বিমানের একটি উড়োজাহাজে করে উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১২ বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষককে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের কারও মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া না গেলেও সাবধানতার অংশ হিসেবে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।