একবার পূর্ণ চার্জে ৫০ দিন স্ট্যান্ডবাই থাকবে এমন স্মার্টফোন উন্মোচন করেছে অ্যাভেনির টেলিকম।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এনার্জাইজার পি১৮কে পপ নামের স্মার্টফোনটি উন্মোচন করেছে অ্যাভেনির। এনার্জাইজার ব্র্যান্ডটির লাইসেন্সও অ্যাভেনির টেলিকমের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, মোটা এই স্মার্টফোনটির প্রায় পুরোটাই ব্যাটারির দখলে। আইফোন Xএস-এর ব্যাটারি যেখানে ২৬৫৮ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সেখানে এনার্জাইজার পি১৮কে পপ-এর ব্যাটারি ১৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
বড় ব্যাটারি ছাড়াও ৬.২ ইঞ্চি পর্দা এবং পেছনে তিন ক্যামরা রয়েছে ডিভাইসটির।
অ্যাভেনির-এর পক্ষ থেকে দাবি করা হয়, “ডিভাইসটি টানা দুই দিন ভিডিও চালাতে সক্ষম বা টানা প্রায় চারদিন এটি দিয়ে কল করা যাবে। আপনি যদি এটি ব্যবহার না করেন, স্মার্টফোনটি টানা ৫০ দিন স্ট্যান্ডবাই মোডে রাখা যাবে।”
চলতি বছর গ্রীষ্মে ফ্রান্সের প্যারিসভিত্তিক অ্যাভেনির টেলিকম গ্রাহকদের জন্য স্মার্টফোনটির সরবরাহ শুরু করবে বলে জানানো হয়েছে।