৭ মার্চের ‘জয় বাংলা কনসার্ট’ মাতাবেন যারা

joy-5c7cd37e36db4

আগামী ৭ মার্চ বনানী আর্মি স্টেডিয়ামে পঞ্চম বারের মতো আয়োজিত  হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’ । সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে  কনসার্টটি।

প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দল। কনসার্টে থাকছে বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট। প্রতিটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশন করবে। এছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।

১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিশিয়াল ওয়েবসাইট (https://youngbangla.org/)  থেকে শুরু হয়েছে নিবন্ধন  কার্যক্রম।  জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বিকাল সোয়া তিনটায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১০ টা ত্রিশ মিনিট পর্যন্ত চলবে।

Pin It