হজের বিমানভাড়া কমল ১০ হাজার টাকা

9b81a7a2c34bef7d5e3f9a6dffc6e4a1-z6

এবার হজে যেতে যাত্রীপ্রতি বিমানভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা। গতবারের চেয়ে এই ভাড়া ১০ হাজার টাকা কম। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ ঘোষণা দেন।

গত বছর হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। বৃহস্পতিবারের আন্তমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব-এর নেতারা।

গত বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে গিয়েছিলেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যান। বাকিরা যান সৌদি এয়ারলাইনসে। সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা ছিল ৭ হাজার ১৯৮ জনের। বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন ৫৬ হাজার ৪০১ জন।

Pin It