প্রথম তিন রাউন্ডে কোনো সেট না হারা রজার ফেদেরার ছন্দ ধরে রাখতে পারলেন না শেষ ষোলোতে। গ্রিসের স্তেফানোস সিসিপাসের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে হারিয়ে গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে ওঠার ইতিহাস গড়েছেন সিসিপাস। মেলবোনের রড লেভার অ্যারেনায় রোববার গতবারের চ্যাম্পিয়নকে ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে হারান চতুর্দশ বাছাই ২০ বছর বয়সী এই খেলোয়াড়।
তিন ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী ম্যাচে অসাধারণ এই জয়ের পর অশ্রুসিক্ত চোখে নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ’ বলেন ২০ বছর বয়সী সিসিপাস। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খেলবেন স্পেনের রবের্তো বাউতিস্তার বিপক্ষে।
১৬ বছরে এবার দিয়ে মাত্র দ্বিতীয়বার বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। এমন হারের পর স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ সুইস তারকা।
“এমন ম্যাচে অনেক বিষয় থাকে, কিন্তু সেট পয়েন্টগুলোয় আমার ভালো হয়নি।…এটা খুব হতাশাজনক।”
সহজ জয়ে শেষ আটে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। চেক রিপাবলিকের টমাস বের্দিচকে ৬-০, ৬-১, ৭-৬ গেমে হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা কোয়ার্টার-ফাইনালে খেলবেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোর বিপক্ষে।
মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই আঞ্জেলিক কেরবার। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনসহ তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই জার্মানকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দেন র্যাঙ্কিংয়ের ৩৫তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স।
হেরে গেছেন রুশ তারকা মারিয়া শারাপোভাও। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনসহ মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩১ বছর বয়সী এই খেলোয়াড়কে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারান স্বাগতিক খেলোয়াড় অ্যাশলি বার্টি।