একাদশ জাতীয় সংসদকে ‘ভুয়া’ অভিহিত করে এর প্রথম অধিবেশনের দিন বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। এদিন তার কারাজীবনের এক বছর পূর্ণ হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ভুয়া ভোটের এই সংসদের প্রতিবাদে আজ সকাল ১১টায় বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে। এ ছাড়া খালেদা জিয়া এবং সারাদেশের বিভিন্ন কারাগারে বন্দি হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে তারা চিঠি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা প্রমুখ।