ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার সকালে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ‘নৌকা’ ও জাতীয় পার্টি প্রার্থী শাফিন আহমেদ ‘লাঙল’ প্রতীক পেয়েছেন। অন্যদের মধ্যে আব্দুর রহিম (স্বতন্ত্র) ‘টেবিল ঘড়ি’, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান ‘আম’ ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ‘বাঘ’ প্রতীক পেয়েছেন।
এদিন নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদের উপ-নির্বাচন এবং ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৩২ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সংশ্লিষ্ট প্রার্থীদের আচরণবিধি মেনে এবং আনন্দ ও উৎসবের পরিবেশে প্রচার প্রচারণা চালাতে আহ্বান জানিয়েছেন।