তথ্য বেচেছেন অ্যাপলের আইনজীবী ?

অ্যাপলের সাবেক এক শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা।

f-5c64f1fd645c1

গেনে লিভফের বিরুদ্ধে তাদের অভিযোগ- ব্যক্তিগত স্বার্থের কারণে তিনি ওইসব তথ্য অন্যের হাতে তুলে দেন।

বিবিসি বলছে, অ্যাপলের অভ্যন্তরীণ বাণিজ্য নীতির সঙ্গে জড়িত ওই আইন কর্মকর্তা নানা সময়ই তার চুক্তি ভেঙেছেন। অবৈধভাবে তিনি ব্যক্তিগত উদ্দেশে তার ওয়াদা ভঙ্গ করেছেন।

অভিযোগ ওঠার পর তদন্ত করে গত বছর লিভফকে চাকরিচ্যুত করা হয়।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানায়, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে অভ্যন্তরীণ তথ্য নিয়ে অন্যের হাতে তুলে দিয়েছেন ওই আইনজীবী।

২০১১ থেকে ২০১২ সালের মধ্যবর্তী সময়ে তিনি দু্ই লাখ ৪৫ হাজার মার্কিন ডলারের অভ্যন্তরীণ তথ্যের বাণিজ্য করেছেন বলে অভিযোগ এসইসির।

সাবেক অ্যাপলের আইনজীবী বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হতে পারে তাকে।

Pin It