নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফর শেষে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা পৌঁছান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র মন্ত্রী এ কে মোমেন, ডিপ্ল্যোমাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।
এছাড়া তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান আবদুল হামিদ।
সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।