জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

download-15-5c4ddcf22566b-5c714f131bea0

কক্সবাজারের উখিয়ায় তিন জার্মান সাংবাদিকের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার সিলেট শহরের মিরাবাজারে মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রোহিঙ্গারাই একমাত্র নাগরিকত্বহীন জাতি। তাই তারা এত উগ্র।

বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালনের পর ফেরার সময় জার্মান সাংবাদিকরা কয়েকজন রোহিঙ্গা শিশুকে নতুন জামা-কাপড় কিনে দেন। এ সময় কয়েকটি শিশু কৌতূহলবশত সাংবাদিকদের গাড়িতে উঠলে রোহিঙ্গারা অপহরণের অভিযোগ তুলে হামলা চালায়।

মডেল হাই স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দ্রুতই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সরকার এটা অনুমোদন দিয়েছে।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর প্রমুখ।

এর আগে সকালে সদর উপজেলার খাদিমপাড়ায় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এদিন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।

Pin It