বিএনপি গণতন্ত্র হত্যার চক্রান্ত করছে: নাসিম

nasim-mp-5bae580e18da4-5c77f4d94d496

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ভোট বর্জনের সংস্কৃতি চালু করে বিএনপি গণতন্ত্র হত্যার চক্রান্ত করছে। জনগণকে তারা ভয় পায়। ভোট বর্জনের মাধ্যমে জনগণের কাছ থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক পার্টি আয়োজিত ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রে ভোট হতেই হবে। সত্তর সালের নির্বাচনও আওয়ামী লীগ বর্জন করেনি। বর্জন করলে হয়তো দেশ স্বাধীন হতো না।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি উৎসাহী হয়ে নির্বাচনকে বিতর্কিত করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। নির্বাচন কমিশনকে কঠোর হাতে নির্বাচন পরিচালনা করতে হবে।

‘গণতন্ত্র এখন মৃত’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন গণতন্ত্র ১৪ হাত মাটির নিচে চলে গিয়েছিল। তারা নির্বাচন থেকে পালিয়ে যাবেন, ভোট বর্জন করবেন, আবার বলবেন ‘গণতন্ত্র মৃত’- এটি হয় না।

সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, ডা. দিলীপ রায়, ফোরকান আলী হাওলাদার, মো. ইসমাইল, অধ্যাপক ডা. একেএম নিজাম উদ্দিন প্রমুখ।

Pin It