ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস শুক্রবার ঢাকায় এসেছেন। তিনি দিল্লি থেকে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন বলে সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।
রিভা গাঙ্গুলী দাস ঢাকায় হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। গত অক্টোবর ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। আর হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেওয়া হয়। হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় দায়িত্ব পালনের নির্দিষ্ট মেয়াদ শেষ করে গত ৭ জানুয়ারি বিদায় নেন।
রিভা গাঙ্গুলী দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি। এর আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। পেশাদার কূটনীতিক হিসেবে এর আগে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশে ভারতীয় মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।