প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টেও তার খেলা অনেকটা অনিশ্চিত। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস জানিয়েছেন এমনটাই। কব্জির ইনজুরির কারণে হ্যামিল্টন টেস্টে খেলতে পারেননি তিনি। ওয়েলিংটনেও তিনি না ফিরলে ব্যাটিংয়ে অন্যদের বড় পরীক্ষা দিতে হবে।
বেসিন রিজার্ভে অনুশীলনে নামার অনুমতি মেলে মুশির। কিন্তু তিনি কব্জির ইনজুরির সঙ্গে পাঁজর এবং সাইড স্ট্রেনেও ভুগছেন। আর তাই তার ফেরা নিয়ে দেখা দিয়েছে ধন্দে। কোচ রোডস বলেন, ‘টেস্টে ম্যাচের জন্য মুশফিক যত দ্রুত সম্ভব ফিট হওয়ার চেষ্টা করছে। সে আজ (মঙ্গলবার) প্রথম টেনিস বল, রাবার বল এবং শক্ত বলে প্রথম অনুশীলন করল। ক্রিকেট বলে খেলতে গিয়েই সে লিগামেন্টে সমস্যা অনুভব করছে। তার মানে দ্বিতীয় টেস্টের জন্য মুশফিক খুবই অনিশ্চিত।’
ওদিকে তামিমেরও সামান্য ইনজুরি আছে। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়া নিয়ে কোন সংশয় অবশ্য নেই দলের। তার ইনজুরি টিম ম্যানেজমেন্টের কপালে ভাঁজ ফেলছে। বাংলাদেশ কোচ বলেন, ‘মুশফিক যদি রাতারাতি ফিট হয়ে ওঠে সেটা অন্য ব্যাপার। ভালো খবর হচ্ছে সে তৃতীয় টেস্টে খেলবে। তামিম সামান্য একটু অস্বস্তি বোধ করছে। তবে তা চিন্তার কিছু নয়। প্রথম টেস্টে সে প্রায় দুইশ’ রান করেছে। দলের মূল ক্রিকেটার তামিম। এছাড়া দলের অন্যরা ভালোই আছে।’
এছাড়া বাংলাদেশ কোচ মনে করছেন, দল প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও ওই ম্যাচ থেকে নেওয়ার মতো ইতিবাচক অনেক কিছুই আছে। দ্বিতীয় ম্যাচে দল আরও বেশি ইতিবাচক থাকবে। সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে এবং ২৩৫ রানের জুটি গড়ে তাদের সামর্থ্য প্রমাণ করেছেন বলে উল্লেখ করেন কোচ, ‘শেষ ম্যাচে সৌম্য সরকারকে ওভাবে খেলতে দেখা দারুণ এক ব্যাপার। বিভিন্ন দিক থেকে সে লিটন দাসের মতো দলের বিকল্প এক ক্রিকেটার।’