‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ প্রশ্নে কোনো আপোস নেই, সংসদে মনসুর

monsur-5c812291e5176

‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ প্রশ্নে কোনো আপোস নেই।

বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সুলতান মনসুর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শপথ নেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার দপ্তরে সুলতান মনসুরকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে বৃহস্পতিবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর।৩ জানুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠিত হয়। তবে সেসময় শপথ নেননি সুলতান মনসুর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি। এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম।

তবে দল থেকে বহিষ্কার হলেও বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন সুলতান মনসুর। সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হলে এতে যোগ দেন তিনি।স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে সুলতান মনসুরকে আসন দেওয়া হয়।

Pin It