শ্রীলংকার কলম্বোতে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯’। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব।
এবারের আয়োজনে মোট ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হচ্ছে, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ [পরীমনি ও ইয়াশ রোহান], কামরুল হাসান লেলিনের ‘ঘ্রাণ’ [তৌকীর আহমেদ, সাবেরী আলম, ফজলুর রহমান বাবু], বিজন আহমেদের ‘মাটির প্রজার দেশে’ [রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিন্ময়ী গুপ্ত], অনম বিশ্বাসের ‘দেবী’ [জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের], তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’ এবং নূর ইমরানের ‘কমলা রকেট’ [তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া]।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রগুলো কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরশন হলে প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ৩১ মার্চ।