বেনজেমার বাঁকানো শটে রিয়ালের নাটকীয় জয়

real-madrid-5ca1bf5e9a101

লা লিগায় খুব একটা ভালো সময় যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। তবে সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে ফের কোচের দায়িত্বভার দেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নাটকীয় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মাদ্রিদ তারকারা। দলের এমন অভাবনীয় জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

এদিন শুরুতেই রিয়াল সমর্থকদের স্তব্ধ করে ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় গোল করে হুয়েস্কাকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড কুচো হার্নান্দেস। তবে ২৫ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

তবে দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় রক্ষণভাগের খেলোয়াড় সেবায়োসের গোলে এগিয়ে যায় জিদান শিষ্যরা। এর মাত্র ১২ মিনিট পরেই হুয়েস্কার মিডফিল্ডার মোই গোমেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ ডিফেন্ডার হ্যাভিয়ের।

এরপর ড্র হতে চলা ম্যাচটির শেষ বাঁশি বাজার ঠিক এক মিনিট আগে বাঁকানো শটের নাটকীয় গোলে ৩-২ গোলের জয়ে রিয়াল সমর্থকদের আনন্দের বন্যায় ভাসান করিম বেনজেমা। এই জয়ে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Pin It