২০১৮ সালে শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টারের সঙ্গে ‘ধড়ক’ ছবি দিয়ে অভিনয়ে পা রেখেছেন ‘জুনিয়র শ্রীদেবী’ বলে খ্যাত জাহ্নবী কাপুর। অভিষেকেই ভক্ত, সমালোচক ও সহকর্মীদের মন জয় করে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সেই ধারাবাহিকতায় এবার দ্বৈত চরিত্রে নাম লিখিয়েছেন তরুণ প্রজন্মের এ তারকা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৯৮৯ সালে ‘চালবাজ’ ছবিতে শ্রীদেবী প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেন।এবার মাকে অনুসরণ করবেন জাহ্নবী কাপুর।জাহ্নবীর নতুন প্রজেক্টের নাম ‘রুহ-আফজা’। এতে তার ভক্তরা জাহ্নবীকে দুটি চরিত্রে দেখতে পারবেন।
জাহ্নবী কাপুর তার এই আসন্ন প্রজেক্ট নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। এই ছবির দুটি চরিত্রের একটা ভূত। আর সেই ভূত হওয়ার জন্য যেন লোভ সামলাতে পারছেন না এই নায়িকা।
জাহ্নবী কাপুরের এক কাছের বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাপুর পরিবারে নতুন প্রজন্মে জাহ্নবীই প্রথম, যিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। এর আগে তার মা শ্রীদেবী ‘চালবাজ’ (১৯৮৯) ও চাচা অনিল কাপুর ‘কিষান কানাইয়া’ (১৯৯০) ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।