ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে অস্ত্রোপচার হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এই তরুণীর অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়েটির ফুসফুস কার্যকর করতে লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই তার শরীরে অস্ত্রপচার করা হয়েছ। সকাল সোয়া ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার হয়। তার অবস্থার উন্নতি না হলেও আগের চেয়ে সামান্য কিছুটা ভালো।
অস্ত্রোপচার শেষে দুপুরে সংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার নাসিরউদ্দীন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম।
সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রেখেই নুসরাতের শরীরে অস্ত্রোপচার হয়েছে বলে জানান তারা।