সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট

সুদানে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হয়েছেন।

omar-5caf591737e77

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়ুফ টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় একথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সুদানে ওমর আল-বশিরের শাসনামল যেভাবে শুরু হয়েছিল, প্রায় ৩০ বছর পর ঠিক সেভাবেই ক্ষমতা থেকে সরতে হলো তাকে।

টেলিভিশন ঘোষণায় সুদানের প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়ুফ জানান, আল-বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে গ্রেফতার করে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

তিনি জানান, একটি অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিল দুই বছরের জন্য সুদানের দায়িত্বভার গ্রহণ করেছে। নির্বাচন আয়োজন করা হবে তাদের মূল দায়িত্ব।

এছাড়া সুদানে তিনমাসের জন্য জরুরি অবস্থা ও একমাসের জন্য কারফিউ জারি করা হয়েছে বলেও জানান আওয়াদ ইবনে ওয়ুফ।


একদিকে সুদানের রাস্তায় সেনাবাহিনীর টহল, অন্যদিকে ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ায় সাধারণ মানুষের উল্লাস— রয়টার্স

টেলিভিশন ঘোষণায় তিনি বলেন, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতি ও ন্যায়বিচারের অনুপস্থিতি সুদানকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

তবে গ্রেফতারের পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি সুদানের প্রতিরক্ষামন্ত্রী।

১৯৮৯ সালে সুদানের শাসন ক্ষমতায় আসেন ওমর আল-বশির। তার সরকারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই দেশটিতে বিক্ষোভ চলছিল।

বৃহস্পতিবার ওমর আল-বশিরের ক্ষমতাচ্যুত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দেশটির রাজধানী খার্তুমে সেনা সদর দফতরের বাইরে জড়ো হয়ে উল্লাসে মাতেন অনেকে। এ সময় সেনা সদস্যদের জড়িয়ে ধরে এবং সাজোয়া যানের ওপরে উঠে অনেককে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

Pin It