নেপালের লুকলার তেনজিং হিলারি বিমানবন্দরে উড্ডয়নের সময় হেলিকপ্টারকে প্লেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
লুকলা বিমানবন্দর কর্মকর্তা ইমা নাথ অধিকারী জানান, সামিট এয়ারের কো-পাইলট সুনীল ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক সহকারী-পরিদর্শক (এসআই) রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আহতদের কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমা নাথ জানান, মান্থালির উদ্দেশে সামিট প্লেনটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে পিছলে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি হেলিকপ্টারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
প্লেনটির ক্যাপটেন আরবি রোকায়া ও বিমানবালা আর লামা দু’জনই শঙ্কামুক্ত। প্লেনটিতে কেনো যাত্রী ছিল না।
তেনজিং হিলারি বিমানবন্দরটি পৃথিবীর বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। ঝড়ো বাতাস, ঘন মেঘের কারণে বিমানবন্দরটিতে প্রায়ই ফ্লাইট বাতিল করা হয়। এই বিমানবন্দরে শুধু হেলিকপ্টার এবং ছোট বিমান চলাচল করতে পারে।
লুকলা থেকে অধিকাংশ পর্বতারোহীরা মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্পে যায়। আর এ কারণেই বিমানবন্দরটি জনপ্রিয়।