ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফণী।
শুক্রবার সকালে ওড়িশার পুরী উপকূলে তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। এতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এনডিটিভি এ খবর নিশ্চিত করে জানিয়েছে, ওড়িশায় ফণী আঘাত হানলে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভারী বর্ষণের ফলে মন্দিরের শহর পুরীর বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ বহু এলাকায় ঝড় হাওয়া প্রবাহিত হয়েছে। ওড়িশায় আছড়ে পড়ার সময় ফণীর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।
ভারতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালিয়ে ফণী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগোচ্ছে।
কলকাতার আলিপুর আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে এবং দিঘা থেকে ৬০ কিলোমিটার দূরে রয়েছে ফণী। কলকাতায় যখন ফণী প্রবেশ করবে, তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার।
আবহাওয়া অধিদফতর বলছে, ওড়িশা ছেড়ে ফণীর পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে শনিবার ভোররাত হবে। ঝড়ের শক্তিও অনেকটাই কমবে। রোববারের পর থেকে আর ফণীর প্রভাব থাকবে না এবং দুর্যোগ পুরোপুরি কেটে যাবে।
ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ওড়িশার উপকূলের ১৫ জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মানুষ।
১৯৯৯ সালের ওড়িশার পারাদ্বীপে সুপার সাইক্লোনের পর এই সাইক্লোন ফণী সব থেকে বেশি শক্তিশালী ও মারাত্মক। ওড়িশার ওই সাইক্লোনে প্রাণ গিয়েছিল প্রায় ১০ হাজার মানুষের।