পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ–৫ দুটিতেই এগিয়ে রয়েছে মেয়েরা।

result-5ccfe3bbaa174

সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি।

এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও এবছর মেয়েদের সংখ্যা বেশি। এবছর ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ–৫ পেয়েছে। অন্যদিকে, ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ–৫ পেয়েছে। অর্থাৎ ছাত্রদের তুলনায় জিপিএ–৫ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সব শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

এবারের পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন।

অন্যদিকে, ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন।

Pin It