সংসদে যোগ দেওয়া নিয়ে দ্বন্দ্বে পুরনো এক রাজনৈতিক মিত্রকে হারাল বিএনপি।
সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেন।
পার্থ বলেন, “হ্যাঁ, আমরা জোট ছেড়ে দিয়েছি।”
কী কারণে এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় তিনি বলেন, এর কারণ তিনটি।
“অতিমাত্রায় জাতীয় ঐক্যফ্রন্টমুখী হয়ে গেছে (বিএনপি), ২০ দলীয় জোটের কর্মকাণ্ড শুধু সহমত, সংহতি ছাড়া তেমন কিছুই নয়।”
‘প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন’ এর পর সংসদে যাওয়াটা নৈতিকভাবে ঠিক হয়নি বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান।
তিনি বলেন, “সংসদে বিএনপি যে যাবে, এটা আমার দল শুধু নয়, জোটের কেউ জানে না।
“এসব কারণেই আমি জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।”