এক ম্যাচ হাতে রেখে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে থামিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সৌম্য ভালো শুরু করেন। এরপর ফিরে গেছেন তামিম। তবে ফিফটি করে ক্রিজে আছেন সৌম্য সরকার। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৯ রান।
সৌম্য সরকার প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ শুরু করেছেন। তিনি ৫০ রানে ক্রিজে আছেন। এর আগেও ম্যাচেও ফিফটি করেন এই ব্যাটসম্যান। সাবধানী শুরু করা তামিম ২১ রানে আউট হয়ে গেছেন। তিনে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানও সেট হয়ে ব্যাট করছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ শাই হোপ এবং অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাটে ওই রান তোলে। দলের হয়ে হোপ করেন ৮৭ রান। এছাড়া হোল্ডার খেলেন ৬২ রানের ইনিংস। সুনীল আমব্রিস ২৩ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ দলের হয়ে পেসার মুস্তাফিজুর রহমান নেন চার উইকেট। এছাড়া টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা তিন উইকেট দখল করেন। সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ একটি করে উইকেট নেন।