দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি জানিয়েছে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে।
পিডিবি জানায়, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় ওই সময় কোথাও লোডশেডিং ছিল না। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যাওয়া-আসার খবর পাওয়া গেছে ৷
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গত ২১ মে ৷ ওইদিন ১২ হাজার ৫৩৯ মেওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।