নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: আইনমন্ত্রী

law-anisul--5cefffa83d7d9

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো অপরাধী যাতে ছাড়া না পায় সে ব্যাপারে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইনমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অস্ট্রিয়া আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সব ধরনের সহযোগিতা করছে।

তিনি প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান। বিদেশে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মেধা, শ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন, যাতে করে বিদেশে বাঙালিদের কাজের সুনাম ছড়িয়ে পড়ে। তিনি বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য আপনারা কাজ করবেন।

জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে সমুদ্রপথে বিদেশে না আসে সে ব্যাপারে পরামর্শ দেন তিনি।

Pin It