টাইগার শিবিরে স্বস্তি ফিরেছে। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের এই ভালো খবর দিয়ে শুরু যাক, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলবেন তামিম। তিনি শঙ্কা মুক্ত। তার খেলতে কোন বাধা নেই।
শনিবার বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাটিং করেছেন তামিম। তার খেলার কথাও নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ অধিনায়কের কাছে ইনজুরি নিয়ে প্রশ্ন ছিল আরও একটি। পিঠের ব্যথায় ভোগা পেস অলরাউন্ডার সাইফউদ্দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি-না। নিশ্চিত করে মাশরাফি কিছু বলেননি। তবে আকারে-ইঙ্গিতে যতটুকু জানা গেছে, টাইগারদের প্রথম ম্যাচে থাকছেন না সাইফউদ্দিন।
আপাতত তামিম ইকবাল চোট থেকে ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
তবে ভক্তদের কাছে মাশরাফির অনুরোধ একটাই, প্রত্যাশার পারদটা যেন বেশি না চড়ে। রোববারের ম্যাচে ফেবারটি দক্ষিণ আফ্রিকা। মাশরাফি বলেন, ‘আগামী ম্যাচে ফেবারিট দক্ষিণ আফ্রিকাই। তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না।’